অভাগী
।।চন্দনা পাহাড়ী।।
সাত সাগর তেরো নদী পেরিয়ে এসে
যখন তোমায় জিজ্ঞেস করলাম,
‘কি দেবে আমায়’
তুমি দু হাতে গলা জড়িয়ে আমার ওষ্ঠে
এঁকে ছিলে তোমার চুম্বন.
বলেছিলে,’তোমার আর আমার হৃদয়ের
মাঝে আছে একটা খোলা জানালা
যখন তোমায় জিজ্ঞেস করলাম,
‘কি দেবে আমায়’
তুমি দু হাতে গলা জড়িয়ে আমার ওষ্ঠে
এঁকে ছিলে তোমার চুম্বন.
বলেছিলে,’তোমার আর আমার হৃদয়ের
মাঝে আছে একটা খোলা জানালা
আমি ভাবি যেখানে কোনো দেয়ালই নেই
কি করে থাকবে ঐ নিঃসঙ্গ জানলা!
বলেছিলাম,’তোমার রোদ্দুর
যেন আমার বৃষ্টিধারা খুঁজে পায়
জন্ম হোক এক নতুন রামধনুর.
কি করে থাকবে ঐ নিঃসঙ্গ জানলা!
বলেছিলাম,’তোমার রোদ্দুর
যেন আমার বৃষ্টিধারা খুঁজে পায়
জন্ম হোক এক নতুন রামধনুর.
‘এবার ভাষার দুয়ার বন্ধ করে
প্রেমের জানলাটা খুলে দাও
চাঁদ তো দরজা দিয়ে ঢুকবে না
সে আসবে ঐ খোলা জানলা দিয়ে
ভাসিয়ে নিয়ে যাবে আবার
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে’
প্রেমের জানলাটা খুলে দাও
চাঁদ তো দরজা দিয়ে ঢুকবে না
সে আসবে ঐ খোলা জানলা দিয়ে
ভাসিয়ে নিয়ে যাবে আবার
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে’
দিনের আলোয় হারিয়ে যাওয়ার আগে তুমি বলেছিলে……
মেঘের মধ্যেই বৃষ্টি লুকিয়ে থাকে
হাজারো নক্ষত্র সূর্যের অন্ধকারে
আকাশের নীলে থাকে সাতটি রং
তোমার চোখেই তো ছিলো
সেই অসমাপ্ত রামধনু
যার শেষটা ছুঁয়েছিলো আমার হৃদয়
তোমার আধখোলা ঠোঁটে ছিলো….
আমার উষ্ণ পরশ
মেঘের মধ্যেই বৃষ্টি লুকিয়ে থাকে
হাজারো নক্ষত্র সূর্যের অন্ধকারে
আকাশের নীলে থাকে সাতটি রং
তোমার চোখেই তো ছিলো
সেই অসমাপ্ত রামধনু
যার শেষটা ছুঁয়েছিলো আমার হৃদয়
তোমার আধখোলা ঠোঁটে ছিলো….
আমার উষ্ণ পরশ