জন্মদিন
অনিল দাঁ
পড়ন্ত রোদের আভা মাখতে মাখতে
প্রতিটি জন্মদিন এলেই মনে পড়ে
নদীর চড়ায় পুরুষ লাশের কথা
সেই মুখ চিত হয়ে শোয়া
পুরাতন ছিঁটেফোঁটা কাপড় চোপড়
সন্তর্পণে দেহে জড়ানো সিল্কের মহার্ঘ পাঞ্জাবি
একদা হয়তো ছিলেন দোর্দন্ডপ্রতাপ
মাননীয় ব্যক্তি
পাছায় লেপটে থাকা ফিনফিনে ধুতি
কোনাফাটা ক্যাম্বিসের কাদামাখা জুতো
ললাটে চন্দন লেপা
চোখে তাঁর বাঁচার আকুতি ।
পড়ন্ত রোদের আভা মাখতে মাখতে
প্রতিটি জন্মদিন এলেই মনে পড়ে
নদীর চড়ায় পুরুষ লাশের কথা
সেই মুখ চিত হয়ে শোয়া
পুরাতন ছিঁটেফোঁটা কাপড় চোপড়
সন্তর্পণে দেহে জড়ানো সিল্কের মহার্ঘ পাঞ্জাবি
একদা হয়তো ছিলেন দোর্দন্ডপ্রতাপ
মাননীয় ব্যক্তি
পাছায় লেপটে থাকা ফিনফিনে ধুতি
কোনাফাটা ক্যাম্বিসের কাদামাখা জুতো
ললাটে চন্দন লেপা
চোখে তাঁর বাঁচার আকুতি ।
স্মৃতির সরণি পথে ফুটে ওঠে ছবি
টালির ছাউনি রান্নাঘরের দেয়ালে ঝুল
ইঁট আর মাটি ঘেরা ছোট বড় উনুনের ঝিক
পায়েসের বাটি হাতে দাঁড়িয়ে সামনে
আমার মা বলতেন,খেয়ে নে মানিক ।
——————————————
টালির ছাউনি রান্নাঘরের দেয়ালে ঝুল
ইঁট আর মাটি ঘেরা ছোট বড় উনুনের ঝিক
পায়েসের বাটি হাতে দাঁড়িয়ে সামনে
আমার মা বলতেন,খেয়ে নে মানিক ।
——————————————