রক্ত চাইশি
শিবব্রত গুহ
বাবুগো, রক্ত চাই, রক্ত,
আমার একমাত্র ছেলেটাকে,
বাঁচাতে অনেক রক্ত চাই।
আমি এক গরীব
মা,
স্বামীকে হারিয়েছি অনেক দিন আগে।
আমার বেঁচে থাকার সম্বল তো ওই ছেলে,
ওকে বাঁচান বাবুরা।
আমার ছেলে ভুগছে যে রোগে,
নাম তার থ্যালাসেমিয়া।
ওর মাঝে মাঝেই প্রয়োজন হয় রক্তের,
অনেক, অনেক রক্তের।
আমার ছেলের নাম বাবু,
ওর রক্তের গ্রুপ হল ও নেগেটিভ।
বাবুর লাগবে এখন রক্ত,
কিন্তু, কোথাও যে পাচ্ছিনা।
এখন কি করবো আমি?
রক্ত না দিলে বাবু যে আর বাঁঁচবে না,
বাঁচবে না ও।
তাহলে আমি কি নিয়ে বাঁঁচবো?
বাবুগো, আপনারা বাঁচান, কেউ বাঁচান,
আমার একমাত্র ছেলেকে,
ছেলেকে,
ছেলেকে।
আমার একমাত্র ছেলেটাকে,
বাঁচাতে অনেক রক্ত চাই।
আমি এক গরীব
মা,
স্বামীকে হারিয়েছি অনেক দিন আগে।
আমার বেঁচে থাকার সম্বল তো ওই ছেলে,
ওকে বাঁচান বাবুরা।
আমার ছেলে ভুগছে যে রোগে,
নাম তার থ্যালাসেমিয়া।
ওর মাঝে মাঝেই প্রয়োজন হয় রক্তের,
অনেক, অনেক রক্তের।
আমার ছেলের নাম বাবু,
ওর রক্তের গ্রুপ হল ও নেগেটিভ।
বাবুর লাগবে এখন রক্ত,
কিন্তু, কোথাও যে পাচ্ছিনা।
এখন কি করবো আমি?
রক্ত না দিলে বাবু যে আর বাঁঁচবে না,
বাঁচবে না ও।
তাহলে আমি কি নিয়ে বাঁঁচবো?
বাবুগো, আপনারা বাঁচান, কেউ বাঁচান,
আমার একমাত্র ছেলেকে,
ছেলেকে,
ছেলেকে।