ছোট হয়ে গেছে এই পৃথিবী
আপন জনের পরিধি,
মনের মধ্যে জাগেনা তবু
ছোট হওয়ার ভীতি।
বাহারী সাজে নিজেকে সাজিয়ে
ছোট্ট এই পৃথিবীতে,
শত শূন্যতা কে অস্বীকার করে
কান পাতা সংগীতে।
হৃদয়ের গভীরে পৌঁছায় না সেই সুর
যেন সময় পাস,
আপ্লুত করেনা এই ধরনীকে
মানবতার নির্যাস।
মনে মনে তবু নিজেকে বলা
আমি তো ছোট নই,
ছোট ছোট সেই অতীতের দ্বীপে
আকাশ হয়ে রই।
আপন জনের পরিধি,
মনের মধ্যে জাগেনা তবু
ছোট হওয়ার ভীতি।
বাহারী সাজে নিজেকে সাজিয়ে
ছোট্ট এই পৃথিবীতে,
শত শূন্যতা কে অস্বীকার করে
কান পাতা সংগীতে।
হৃদয়ের গভীরে পৌঁছায় না সেই সুর
যেন সময় পাস,
আপ্লুত করেনা এই ধরনীকে
মানবতার নির্যাস।
মনে মনে তবু নিজেকে বলা
আমি তো ছোট নই,
ছোট ছোট সেই অতীতের দ্বীপে
আকাশ হয়ে রই।
কবি ডলি মুখার্জী “অতীতের দ্বীপে “কবিতাটিতে কবির চর্চিত মননের প্রকাশ ঘটে!
কবির নিয়ত অভ্যেস তাঁর কবিতার আঙ্গিক -কে ভিন্নতর রূপে রসে আকর্ষণীয় করে তুলবে আশা করি!
পেশা : ইংরেজি ও বাঙালা ভাষায় কবি-ঔপন্যাসিক-গীতিকার-কলামনিস্ট, কলকাতা, ভারত!