শিল্পী গঙ্গোপাধ্যায়
তৎসম,তৎভব,দেশী,বিদেশী না পাঁচমেশালী
তোমার কবিতা গড়ে ওঠে কার ছোঁয়ায়
সে’সব বরং ভাষাতত্ত্বের পাঠে থাক —
তোমার কবিতা গড়ে ওঠে কার ছোঁয়ায়
সে’সব বরং ভাষাতত্ত্বের পাঠে থাক —
হে কবি,তোমার কবিতা ছুঁয়ে বারবার
আসলে তো নিজেকেই খুঁজি,
যেমন, প্রতিমা দর্শনে খুঁজে যাই মায়া,
মায়ের মুখের মত মুখ,মায়ের প্রশান্তি,ছায়া..
আসলে তো নিজেকেই খুঁজি,
যেমন, প্রতিমা দর্শনে খুঁজে যাই মায়া,
মায়ের মুখের মত মুখ,মায়ের প্রশান্তি,ছায়া..
মানুষ সতত নিজেকেই ভালোবাসে,
নিজস্ব উঠোনে সাজাতে চায় আত্মসুখ, ফ্লাওয়ার ভাস যেমন সেজে ওঠে একান্ত প্রিয় ফুলে…
নিজস্ব উঠোনে সাজাতে চায় আত্মসুখ, ফ্লাওয়ার ভাস যেমন সেজে ওঠে একান্ত প্রিয় ফুলে…
তবু এমনও তো মানুষ আছে, যাঁরা
ভেজা চোখে রোদের ঠিকানা এঁকে রাখে।।
ভেজা চোখে রোদের ঠিকানা এঁকে রাখে।।