পরম আপন সেই জন
✍️তরুণ দাস✍️
পরম আপন সেই জনেরে
কোথায় খোঁজো হেতা হোথা।
দেহ ভান্ডারের গুপ্ত কুঠিয়ায়
রয়েছে সে জন দেখোগে তা।।
মন্দির, মসজিদ, গীর্জা ঘরে
অনেক গিয়েছো এ জীবনে।
অন্তর্মুখে যাত্রা করো মন
সন্ধান পেতে সেই আপন জনে।।
কোথায় খোঁজো হেতা হোথা।
দেহ ভান্ডারের গুপ্ত কুঠিয়ায়
রয়েছে সে জন দেখোগে তা।।
মন্দির, মসজিদ, গীর্জা ঘরে
অনেক গিয়েছো এ জীবনে।
অন্তর্মুখে যাত্রা করো মন
সন্ধান পেতে সেই আপন জনে।।
জাত পাত,আর বর্ণের কালিমা
দূর করে দাও মনের থেকে।
সদা স্বচ্ছ স্ফটিক এর মতো
সাজাও মনের মহল টাকে।।
লালন সাঁইজী বলে গেছেন
সেই কবে কোন কালে।
পরম আপন বসে আছেন
দ্বি-দলের ওই মৃণাল মূলে।।
দূর করে দাও মনের থেকে।
সদা স্বচ্ছ স্ফটিক এর মতো
সাজাও মনের মহল টাকে।।
লালন সাঁইজী বলে গেছেন
সেই কবে কোন কালে।
পরম আপন বসে আছেন
দ্বি-দলের ওই মৃণাল মূলে।।
গোপন কুঠিয়ায় পরম মানুষ
প্রেমের মহিমায় উজ্জ্বলে।
সব ভুলে, ওরে, ও চখা মন
মন বসা তাঁর চরণ তলে।।
জীবন টা তোর ধন্য হবে
পেলে পরে সেই অরূপরতন।
করুণার সাগর তিনি যে
সদাই করেন করুণা বর্ষণ।।
প্রেমের মহিমায় উজ্জ্বলে।
সব ভুলে, ওরে, ও চখা মন
মন বসা তাঁর চরণ তলে।।
জীবন টা তোর ধন্য হবে
পেলে পরে সেই অরূপরতন।
করুণার সাগর তিনি যে
সদাই করেন করুণা বর্ষণ।।
– – – – – – ***———