Spread the love

🌱 🌱 🌱 🌱 🌱 🌱 

আমি,প্রেম ও প্রকৃতি  
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 


সুশান চক্রবর্তী
প্রকান্ড জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে নিজেকে
খুব তুচ্ছ বলে মনে হয়েছিল সেইদিন ,
হটাৎ নিজেকে প্রশ্ন করেছিলাম , জীবন কি ??
মানুষের বাঁচে থাকার সংঘাতে সব থাকে কঠিন প্রশ্নে নিজেকে
কেমন অসহায় বলেই মনে হয়েছিল সেইদিন
তবুও প্রকৃতি আমার সহায় ছিল ,
একমূর্তে সব মলিনতা মিলিয়ে গেল জলস্রোতের শব্দের মধ্যে দিয়েই |
এক বৃহৎ জলপ্রপাতের শীর্ষে দাঁড়িয়ে হটাৎ মনে পরে যাওয়া
সেই তোমায় কোনো জানি না খানিকটা
অপ্রয়োজনীয় বলেই মনে হয়েছিল,
যদিও একযুগ পার হয়েছে |
আমার একটা সন্ধ্যা পাওয়ার অপেক্ষায়
আজও সুন্দরীরা ছুঁটে চলেছে প্রতিদিন ,
আমি আছি john lanyon কিছু উপন্যাসে
, নরওয়ের প্রথম সূর্যের আলোতে অথবা
ইজিপ্টের পিরামিড অফ চেওপ্স ,
আমি আছি ব্যাবিলনের -এর ঝুলন্ত উপত্যকায়  ; 
কখনো মাওনা কেয়া -এর বিশাল আগ্নায়গিরীর সানিধ্যে |⁠⁠

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *