স্বাধীনতার কাব্য
দুর্বাসা __-_
১৫_০৮,_২৪
স্বাধীনতা কি পৃথিবী দেখুক,
এই ভারতের কাছে।
কত রাজ্য ধর্ম মত রাজনীতি,
মিলে মিশে আছে।
স্বাধীনতা নয় আপন খেয়াল,
যা খুশি তাই করব।
স্বাধীনতা মানে মিলে মিশে,
ভালোবাসার গর্ব।
স্বাধীনতায় দেশ সবার ওপরে,
ধর্ম হচ্ছে বেশ।
স্বাধীনতা হচ্ছে সকল অস্তিত্ব,
বেঁচে থাকার রেশ।
স্বাধীনতা আছে এই ভারতে,
সকল মানুষ সমান।
স্বাধীনতা সব কিছুর ঊর্ধ্বে,
বেঁচে থাকার গান।
স্বাধীন মানুষ একবারই হয়,
রক্ষায় সর্বক্ষণ।
স্বাধীনতা নয় উচ্ছৃঙ্খলতায়,
জানে বিচক্ষণ।