Spread the love
 বাসভালো প্রকৃতিকে
কলমে : নবপর্ণা 
************
টগবগ টগবগ ঘোড়া ছুটিয়ে এলো পক্ষীরাজ,
মাথার ওপর মুকুট পরে,লাগে রাজার সাজ।
বানর মশাই  শান্ত্রী সেজে,গোঁফে দেয় তা ,
শেয়াল পন্ডিত চশমা, দেখায় সর্বেসর্বা।হাতি মশাই এসে বলে হল কি সব কাজকর্ম সবার,
হরিণ ছানা এসে বলে আলোচনা শুরু তো করো এবার।
জঙ্গলের সব আছে যত বাঘ, ভাল্লুক আর সিংহ,
সবাই মিলে হল জড়ো,শুরু হল আলোচনা পর্ব।

সবার এখন চিন্তা একটাই , জঙ্গল যাদের ঘরবাড়ী,
মানুষ বানাবে সব বন কেটে নিজেদের ফ্ল্যাটবাড়ী।
কেউ ভাবেনা প্রকৃতির কথা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
প্রকৃতির সব পশুপাখি, জীবজগত কে ভাববে তাদের জন্যে।

এই প্রকৃতি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার ভগবান,
মানুষ  দেয়নি মূল্য কখনও তার কোনকাল।
সমগ্র পৃথিবীতে থাকবে সবাই মানুষ  ও জীবকূল,
মানুষ ভাবে থাকবে শুধুই  তারা আর কেউ নয় ।

পশুপাখি সমগ্র জীবকূল থাক সবাই খুব সুখে ,
তবেই পাবে ভালোবাসা, সমগ্র জীবকূলের কাছে থেকে ।
বাসভালো প্রকৃতিকে, তবেই থাকবে ভালো,
গাছপালা,নদ- নদী , রাখবে তোমাকে ভালো। ।

কবি পরিচিতি  :
——————–
আমি নবপর্ণা । আমি সাহিত্য জগতের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত । দেশ,বিদেশের  বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে । কলকাতা ও দিল্লির ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বই ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে । আমি “মোহিনী সাহিত্যদীপ পত্রিকার ” সম্পাদিকা।
আমি প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সংগীত শিল্পী। “অল ইন্ডিয়া রেডিও ” ও দুরদর্শন শিল্পী। আমার  লেখা একক অনেক বই প্রকাশিত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *