(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভয়ে
🌱 🌱
তোমারে কোথায় নিয়েছি মনে
ভয়ের মাঝে দিয়েছি আলো করে
ভেবেছি আর নয় এ জীবনে ;
আঁকাবাঁকা পথে গিয়েছে
জীবন্ত যন্ত্রকারখানা
খিদের পারিসদ মনের গঞ্জনা
কেনবা নিলে জীবনে কুঁড়িয়ে;
ভয়ের দেওয়া বিনোদন করি যে ,
এই পথে চলে গেছে নদী
নিরবে যদি বলে সে কথা
মনের যে নীলাচল ব্যথা ।
————————–
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আপন ঘর
নিত্য রঞ্জন মণ্ডল
আমার ঘুমের মত মরণ এলো
বই পাড়ার মত ছবি
আলতো করে
যায় না ভুলে
আমায় যে , পথের মাঝে ঘর বাঁধা
থাকবে না এ আমার চিরযৌবন,
মাংসের সুঠাম পেশীতে
মরণের যে টান লাগিবে ।
আপন করে ভাবা স্বপ্নে
আর কিছুই বুঝি থাকিবে না
একার আলো একার মত
সারা জীবন বহন করে
নিয়ে যাব আপনার ঘরে ।
—
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});