১৬তম মাসিক সংখ্যা প্রকাশ সরবত আলি মণ্ডল, সাংবাদিক স্বরূপনগর :- গত ১০ই সেপ্টেম্বর নির্ধারিত মাসের দ্বিতীয় রবিবারে উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর ব্লকের বালকী- গোবিন্দপুর, মুখার্জী মোড়ে অবস্থিত “আলোর সন্ধানে” পত্রিকার অফিস গৃহে প্রকাশিত হলো ষোলতম মাসিক সংখ্যা। “শিক্ষক দিবসের” উপর লেখা এ সংখ্যা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সকলের প্রিয় শ্রদ্ধেয় কবি সাহিত্যিক নাট্যকার ডাঃ সাইদুর রহমান মহাশয়। এ সংখ্যা প্রকাশিত হয় যাঁদের হাত থেকে – পত্রিকার সম্পাদক আনারুল হক, “সজ্জন” পত্রিকা সম্পাদক মলয় হালদার, মোহরা আলি, সাগর মন্ডল, ডাক্তার সাইদুর রহমান, ইকতিয়ার হোসেন, সিকান্দার আলী ও সরবত আলি মণ্ডল মহাশয়ের হাত থেকে। সম্পাদক – আনারুল হক ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য কি এবং ছড়া কিভাবে লিখতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নভেম্বর মাসের জন্য বিষয় নির্ধারণ করেন “আঞ্চলিক ভাষায় কবিতা, গল্প ও প্রবন্ধ লিখবার জন্য। উপস্থিত সকল কবি সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন।