🥀পয়লা বসন্ত📢
✍️সাইবানী বর্মন✍️
চেঙটিয়া গাবুরালি মুই,
গাত নিলুঙ পাটানি ——-
দেইখতে দেইখতে হলুঙ সেয়ানী ৷
যৌবনের পয়লা বসন্ত—
আরও ফাগুন মাস ৷
আনানি-বিনানি ফুলের বাসেনা
ভরি গেইচে বাতাস ৷
ভোমরাক পিটটি নিবিরাঙ,
বসির না দোঙ ফুলত ৷
হলদিয়া কাপড়াত সাজি-পাড়ি
ফুল গোজোঙ খোলা চুলোত ৷
কুকিলা হয়া গচের ঠ্যালোত
বেড়াঙ কুহু-কুহু করি ৷
শিমলার গচোত,…কলা হয় !!
দ্যাখঙ হাতাশ ভরি ৷
আমের গচোত ঘুরি-ঘুরি,
মৌমাছিক ফুটাঙ স্যল,
চাইরোপাকে শিমুল-কৃষ্ণচূড়া
ফুটিচে নাল-নাল ৷
বসন্তক ধরি পিরিত মাকে,
চুমিয়া দিলুঙ ছাড়ি ৷
শহরে- বন্দরে ঘুরি-ফিরি,
যাউখ বন্ধুর বাড়ি ৷৷