Spread the love

কবিতা: যাওয়া তো নয় যাওয়া
কলমে: শিপ্রা দেবনাথ
তারিখ: ৮.০৮.২০২৩

🙏🏻যাওয়া তো নয় যাওয়া🙏🏻

এই আজকের মতোই
সেদিনের আকাশ ছিল অন্ধকারাচ্ছন্ন,
মৃত্যু! নাকি পেয়েছিলে নতুন করে জন্ম অন্য?
অঝোর ধারায় বারি ঝরিয়েছিল শ্রাবণ
আর ব্যথিত শোকার্ত কত অনুগত প্রাণ।
উদ্বেলিত বিহ্বল সহস্ত্র মন
পুষ্প বৃষ্টিতে সিক্ত করেছিল শেষ যাত্রায় তোমায়
সাদা থানে দেহখানি ঢাকা ছিল।
আজ হতে আশি বছর আগে
আজকের দিনে,বাইশে শ্রাবণে
সত্যিই কি তুমি গিয়েছিলে চলে?
আজও কেন তবে বীনা হয়ে বাজো
সকল অন্তর জুড়ে রাত্রি দুপুরে?
নাহ্ গুরদেব নাহ্
তুমি পারোনি চলে যেতে,
মাঝে মাঝে তাই আনন্দ কিংবা দুঃখেতে
শান্তিতে-অশান্তিতে
তোমার গান বেজে ওঠে
আপনা আপনি হৃদয় অন্তঃপুরে
নিজেরই অজান্তে।
তোমায় বর্ণনা করে এমন দুঃসাহস কার!
তুমিই মাত্র তোমার তুলনা
বিশ্ব চরাচরে নেই যে কেহ আর
ভারত ভূমির ভাগ্য তুমি জন্মেছিলে
পুত্র হয়ে, ভারত মাতার কোলে
কত গাঁথা গেঁথে রেখে গেছো হেসে খেলে।
সেদিন তোমায় দেয়নি তো বিদায় কেহ,
এঁকে নিয়ে ছিল যে যার মনে
তোমার দেওয়া মায়া মমতা স্নেহ।
মৃত্যু হলে তবে তো হয় অন্তিম সংস্কার!
তুমি তো অমর
তাই তোমায় চিরতরে
বাঁধিয়ে নিয়েছে সবাকার অন্তর ।
কেউ ভুলে যায় নি তোমায়
ভুলতে পারেনা এ কাজ যে বড় দুষ্কর।
@sipra debnath tultul.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *