💥এসো না করোনা💥
✍️নীতা কবি✍️
দুনিয়াতে এলো এক ভাইরাস করোনা
ভয়ে ভয়ে দিন যায় আর তো পারি না
মারাত্মক রোগ বাবা! ছুঁয়ে দিলে শেষ
সব কিছুতেই যেন আছে এর রেশ
খেয়ো না মাংস রে ,ভাই, মুরগীও নয়
বারে বারে হাত ধোও, মাস্ক নিশ্চয়
ভিড় বাসে যাবে না, টাটকা-টা খাবে
লোকের ভিড়ের মাঝে কখনো না যাবে।
বেশী করে জল খাও, ফল যত খুশী
ডাক্তারের কাছে যাও হলে সর্দি-কাশি
বিদেশে যাবে না যেন ঘরেতেই থাকো
দরজা জানালা সব বন্ধ করে রাখো।
রোগ আসে, রোগ যায় ,ভয় নাই ,ভাই
সবে মিলে এ রোগের প্রতিকার চাই।
সরকারী নির্দেশ মেনে চলা চায়
সকলকে সাবধান করে দাও তাই
পরিস্কার রাখো সব কাপড়-বিছানা
গলাগলি, কোলাকুলি একদম না
দূষণেই ভরে গেছে মনুষ্য-সমাজ
করোনাও ছাড়বে না, ধরেছে এবার
তবুও একটা কথায় বলি ,ওরে ভাই
আতঙ্ক না ছড়িয়ে সুস্থ থাকো সবাই
রাখে হরি, মারে কে?এই জানি সার
গুজবে কান না দিয়ে করো প্রতিকার।