Spread the love

১) কুরুক্ষেত্র
*********
ওপারের সারি বাঁধা গাছ যেন
দ্রৌপদীর শাড়ির কল্কা করা পাড়
দূর দিগন্তে ছড়িয়ে পড়েছে
চলছে বস্ত্র হরণ!
কৃষ্ণের লজ্জা নিবারণ যেন
ঢেউ তোলা নদী যেন বাতাসে উড়িয়ে দেওয়া আঁচল
এখুনি নামবে আঁধার তার নির্দেশে
তার পর শেষ হবে পালা
শুরু হবে কুরুক্ষেত্র রণ
চলবে সদাই………..
থামবে না তোমার অন্ত বিনে।
——-+–+——-
২) নতুন বোশেখ
*************
নতুন বোশেখ স্বপ্ন নিয়ে এসো
আর্তমুখেও হাসি খানা নিয়ে ভেসো
দেখে পাক সুখ অসহায় যারা আজ
আমারে না পারো অন‍্যেরে ভাল রেখো।
আমি খুশি হব দেখে সবাকার হাসি
যদিও বা যায় হৃদয় দুঃখে ভাসি
তবু তুমি এসো ভালোবাসা নিয়ে সাথে
নতুন স্বপ্ন সাজিয়ে দিও প্রভাতে।
যারা আজও বয়ে শত বেদনার ডালি
যাদের অশ্রু বৃথা বয়ে যায় খালি
যারা খেটে যায় খেতে পায়নাতো কিছু
শিরদাঁড়া নিয়ে যারা হয়ে আজও নিচু।
মৃতপ্রায় যারা উঠুক প্রভাতে জেগে
উঠুক তাদেরও নতুন স্বপ্ন চেগে
তোমার ছোঁয়ায় উঠুক বিশ্ব কেঁপে
নিদ্রা ভাঙুক নতুন স্বপ্ন লেপে।
————–+—-+————

৩) দেখা
******

আমি স্বপ্ন চোখে এঁকে থাকি
আকাশ সম উদার আঁখি
ঘাসের আগায় মোতির মত
ছড়িয়ে দিই তা খেলে
পাবে খুঁজে যদি গো কেউ
দ‍্যাখে নয়ন মেলে।
ভরাই বাহার ফুলে ফুলে
নানান স্বাদে হরেক ফলে
পেতে পার দেখা
যখন তুমি আমাতে লীন
এক্কে বারে একা।
সবাই জানি তুমি তো নও
দেখতে চেয়েও চক্ষু মুদাও
সবটা মেকি ফাঁকা
ও মন তোমার হারিয়ে যাবে
যদি পাও গো দেখা।
———-+—-+———-
৪) তোমাকে মনে পড়লে
*******************
তোমাকে মনে পড়লে
আশা জাগে মনে স্ব্প্ন পূরণে
ফেলে আসা স্মৃতি যায় মুছে
পাই নতুন উদ‍্যমে এগিয়ে যাওয়ার আস্বাস
আর আশা নেই সাফল‍্যের শিখরে চড়ে
অর্থের পাহাড় গড়ে সব সুখ কেনার
আশা তোমার মত মানুষ হবার
মানুষের মনের কোণে জায়গা করে
অমরত্ব লাভ করার
অমরত্ব এটিকেই বলে।
জানিনা, এই শুভ দিনে মনে পড়ে।
——————+—–+——————-
৫) মায়ের তরে
***********

খোলা চিঠি লিখে ফেললাম
মায়ের তরে
আবছা মনে পড়ে সেই মুখ
কার্তিকের এক দুপুরে
অনন্তলোকে চলে গেলে
বুঝিনি তখন মা
শিখিনি তখনও কর্তব‍্য
মনে এলনা তাই মাতৃ হারানোর বেদনা
আজ মনে ঝরে অন্তরে
গোপনে ফল্গু ধারা
আমি যে মাতৃহারা ইহকাল
পাইনি সে সুখ কেমন বুঝতে
গড়ে ওঠেনি মমতার মায়াজাল
আমি অভাগা তাই বলে ওরা
কেন পাবে শুধু দুঃখ
যারা আজ ধনী মায়ের আশীষে
দেবে তাদেরকে দুঃখ
ধীক তারে শত মেকি ভালোবাসা
নিজ সুখ বৈভব
আজ যা কিছু রয়েছে তোমার
কাল চলে যাবে সব
মনে রবে যেন ভয়
আজ তুমি যেমন দুঃখ দেবে
কাল পাবে নিশ্চয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *