২১ ফেব্রুয়ারী
মোঃ রেজাউল মন্ডল
অামার ভাইয়ের রক্তে রাঙানো
২১ শে ফেব্রুয়ারী
অামি কি ভুলিতে পারি।
শহীদের বুকের রক্তে অাগলে রাখা
২১ফেব্রুয়ারী
অামি কি ভুলিতে পারি?
বাংলা ভাষার ভিতর দিয়ে বেরিয়ে আসে
বঙ্গ মাটির সোঁদা গন্ধ অার নাড়ির টান।
বাংলা ভাষা উচ্চারিত হলে
সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা
বাঙালী জাতির বুকের মধ্যে
বাংলার গন্ধ পান।
যে ছিল অান্দোলনে সে ছিল সামনে
তার নামে লেখা ছিল ঊনিশ শ বাহান্নর
২১ শে ফেব্রুয়ারীর বুলেটে।
রাজনীতি ভ্রষ্টাচার অার কূটনীতির বেড়াজাল
এসে যতই মাথা তুলে দাঁড়াক
বাংলা ভাষায় আামাদের এক জাতিবোধের
মাঝে একাকার করে দেয়।
২১ শে ফেব্রুয়ারী ভাষা উচ্চারিত দিন
২১ শে ফেব্রুয়ারী সালাম বরকত
রফিক জব্বার শফিউল এর দিন।
বাংলাদেশের ভাইয়ের রক্তে রাঙানো
এপার বাংলার বাঙালী জাতির বুকে বুকে
গড়িয়ে অাসে ওপার বাঙালির রক্ত।
অামার ভাইয়ের রক্তে রাঙানো
২১ শে ফেব্রুয়ারী
অামি কি ভুলিতে পারি।