হামিম হোসেন মণ্ডল, কাব্যপট সাহিত্য সংবাদ ০৬ জানুয়ারি কলকাতায় শিয়ালদহ এলাকায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে বেলা ২টোয় আয়োজিত হয়ে গেল কাব্যপট সাহিত্য পত্রিকার বার্ষিক সাহিত্যানুষ্ঠান। অনুষ্ঠানে পত্রিকার শরদীয়া সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ-সহ কবিতা পাঠ, সংগীত পরিবেশন করা হয়। ছবি তোলার জন্য আলাদাভাবে পর্বও ছিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তাপস সাহা, কবি ঋদেনদিক মিত্রো ও অসীম সরকার। হাজির ছিলেন পত্রিকার সম্পাদক শ্যামল মণ্ডল, সহ-সম্পাদক গৌতম বাড়ই. সভাপতি শিব শঙ্কর বকসী, সহ-সভাপতি সংগীত শিল্পী মুকুল চক্রবর্তী, বিপুল কুমার ঘোষ, , সুপর্ণাা রায়, জাহাঙ্গীর দেওয়ান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেছেেন নন্দিনী লাহা। সম্পাদক জানিয়েছেন, অনুষ্ঠানের খরচ বাবদ আর্থিক সহায়তা করেছেন – শিব শঙ্কর বকসী, মুকুল চক্রবর্তী, তাপস সাহা ও গৌতম বাড়ই। অনুুুষ্ঠানে আগত সকল কবি ও সাহিত্যিকগণের প্রতি শ্রদ্ধা জানাতে মানপত্র ও মেডেল প্রদান করা হয় এবং ইংংরেজি বর্ষ ২০২১ এর ক্যালেন্ডার প্রদান করা হয়। চিরকালের ছেেলেবেলা পত্রিকার পক্ষ থেকে একটি করে পত্রিকা উপহার স্বরুপ দেওয়া হয়।