Spread the love

স্বার্থ বনাম মানুষ
পথিক রায়

     আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় মানুষ  গর্বিত। মানবিক চরিত্রের বিস্কোরণে  মুগ্ধ। তাই 

শিক্ষা ও সভ্যতার আলো বাতাসে ভেসে বেড়ানো
অফুরন্ত চাহিদা মেটাতে গিয়ে প্রেমের স্বাদ বেসুরো হয়ে ধরা পড়ছে। মানুষ মানুষের জন্য, মানবিক মূল্যবোধের অবক্ষয় সমাজের বুকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
পরনিন্দা, পরচর্চা, পরশ্রীকাতরতা, পরস্পরের বিদ্বেষ, মান অভিমান, ঝগড়া, কলহ , বৃদ্ধি প্রাপ্ত হয়ে মানুষের মনুষ্যত্ব ক্রমশ বিকিয়ে যাচ্ছে। একান্ত যে আপন ,সে অতি সহজে অত্যন্ত স্বার্থপরে রুপ নিয়ে,প্রিয়জনকে ভুলে যাচ্ছে। অহংকার ও লোভে
মনের খুশিতে ,একাকী নির্জনে দিন যাপনে অভ্যস্ত হয়ে পড়ছে। পারস্পরিক সম্পর্ক ,সখ্যতা, বন্ধুত্বের
মরীচিকায় দূরত্ব বাড়াচ্ছে।
আজকের সভ্যতার নিরিখে নৈতিকতা লুপ্ত
হয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে সংসারে, সমাজের সর্বস্তরে, মানুষ পরিবেশ পরিস্থিতির স্বীকার হয়ে
স্বার্থপর, বেইমান ও অমানুষে রূপান্তরিত হতে বাধ্য হচ্ছে। সুদূর অতীতের জীবন , যৌবনের খোলস পাল্টে, আধুনিকতার ছোঁয়ায় সম্পূর্ণ এক পরিপূর্ণ আমেজ অনুভব করছে।
জনসংখ্যার নিরিখে শিক্ষা ও সভ্যতার আলোয়
পুরুষ, প্রকৃতির সমন্বয়ে নিজের ইচ্ছাকে ভিন্ন রূপ দিয়ে ,সাবলীল ছন্দের অধঃপতন হওয়ার ফলে, পরিবার ও সমাজের সর্বস্তরে অভাবনীয় অসাফল্য
এক নাটকীয় অস্থিরতা সৃষ্টির সাথে ,অপরিবর্তিত
অবক্ষয়ের সূচনা বৃদ্ধি পাচ্ছে।
সমগ্র দেশ ও জাতির অভ্যন্তরে যতই জন চেতনার প্রাদুর্ভাব ঘটুক না কেন মানুষ প্রতিহিংসা চরিতার্থ করতেই অহোরাত্র ছায়ার মতো জড়িয়ে আছে। স্বার্থ বনাম মানুষ চিরকাল লড়াই ছিল, আজ আছে, কাল ও থাকবে। এ বিষয়ে এতটুকু দ্বিধা বা সংশয় নেই।

                    -----------‐----------

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *