Spread the love

লেখক পরিচিতি :

সঞ্জিতা চক্রবর্তী। অষ্টম শ্রেণীতে পাঠরতা। ছোটোবেলা থেকেই কখনও রুক্ষ মাটি, কখনও নদী, কখনও পাহাড় অর্থাৎ পশ্চিম বঙ্গের নানা জায়গায় বসবাস করেছেন এবং নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন । সাহিত্য-সংস্কৃতি এবং বিজ্ঞান সমানভাবে ভালো লাগে। জীবনে ঈশ্বরের আশীর্বাদে পড়াশোনা, লেখালেখি, বিজ্ঞান , পরিবেশের এর উপর প্রোজেক্ট, ক্যুইজ, কবিতা,নাটক, সঞ্চালনা , টাইকান্ডু তে অনেক পুরস্কার প্রাপ্তি । আনন্দমেলা, কিশোর ভারতী, নির্বাচিত কবিতা, চিরকালের ছেলেবেলা সহ বেশ কিছু ম্যাগাজিন বা বইতে লেখা প্রকাশিত হয়েছে। সাঁতার কাটতে, বই কিনতে ও পড়তে খুবই ভালো পছন্দ করেন । মহাপুরুদের আদর্শে বাঁচতে চান ।স্বামীজীর ” Arise! awake and stop not still the goal is reached”- এই কথাটি তাঁর মূলমন্ত্র।


কবিতা : স্বাধীন প্রভাত
কলমে : সঞ্জিতা চক্রবর্তী

ঘুম ভেঙে দেখি উঠে স্বচ্ছ আকাশে,
উড়ছে তেরঙা পতাকা, স্বাধীনতার সুর  বাজছে বাতাসে।
আহা! এই অপূর্ব দৃশ্য আমাকে পাগল করেছে,
আজ যে ১৫ ই আগস্ট, সবাই তাই প্রভাত ফেরিতে চলেছে।
— না, এই দৃশ্য এবারের নয়,
সবাই আজ গৃহে বন্দি করোনার ভয়ে।
তবুও আমরা ভারতীয়রা থামতে জানি না,
করোনার কাছে কখনও হারতে পারি না।
এই দিন মনে করিয়ে দেয় শত শত শহীদদের রক্তদানের কথা,
তবে কেনো অবসাদগ্ৰস্থ হবো অযথা?
কেটে যাবে এই অন্ধকার, আসবে আলো
আবার একবার স্বাধীনতা পাবে মোদের দেশ,
শুরুটা ভয়ানক হলেও, ভালোই হবে এর শেষ।

   

One thought on “স্বাধীন প্রভাত – সঞ্জিতা চক্রবর্তী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *