স্বপ্ন
সাম্য সাহা
আমি যখন বড়ো হবো
যখন অনেক বড়ো হবো
পারবো বুঝি দেশ বিদেশে ঘুরতে
বিমান চরে আকাশ পথে উড়তে
শিখবো আমি নানান রকম ভাষা
ঘুরবো ফিরবো করবো মজা খাসা
রয়েছে আমার আরও অনেক আশা
দেখবো হাতি আর হরিণের দল
খাচ্ছে কেমন নদীর থেকে জল
মাছরাঙা আর সারসরা ওইখানে
রয়েছে বসে তাকিয়ে মাছের পানে।
ভাবতে ভাবতে হঠাৎ দেখি একি!
মগ্ন হয়ে স্বপ্ন আমি দেখি।
ঘুম ভেঙেছে তাতে কিবা হয়েছে,
সেই স্বপ্ন মনের মধ্যে রয়েছে।
লেগে পরবো স্বপ্ন পূরণ করায়
মন দেবো ঠিক লেখা এবং পড়ায়।
==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
“স্বপ্ন”, নামক কবিতাটির লেখক – সাম্য সাহা, বয়স – ১২,
হাওড়া জেলার সাত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের
সপ্তম শ্রেণির ছাত্র।