🌄স্মৃতি🌄
✍️সাত্যকি✍️
ট্রাম লাইন ধরে এগিয়ে গেছি অনেকখানি
বড় বড় সারিবদ্ধ গাছ ইলেকট্রিক আলো
আর ছড়িয়ে থাকা ঘাসের জঙ্গল
এরই মধ্যে দিয়ে ছুটে যায় ট্রাম
আমি হেঁটেছি নিঃসঙ্গ একাকী
পাশের ছুটন্ত পথ যায় ছুটে দূরে
মনে হয় এই মনুষ্য জঙ্গল থেকে আমি এক
দূরতর দ্বীপে যেখানে পড়ে আছে মূর্তিমান
নিঃসঙ্গের দলিল ধাপসা হয়ে আসে
জনঅরন্য সেখানে শূন্যতা বড় বাজে
এদিক থেকে ওদিক চোখ গেলে
গাছপালা আর ছুটন্ত সময়ের আনাগোনা
গলাটিপে ধরা সময় যত এগিয়ে আসে
বাঁদিকের ছটফটানি ততই বেড়ে ওঠে
মনে পড়ে প্রিয় মুখ যারা বেঁচে আছে
এই শহরের কোনো কংক্রিটের ভিড়ে
শান্ত হয়ে আসে চারপাশ অন্য উন্মাদনা
খেলা করে মনে হয় হাঁটছি স্মৃতির বাগানে।
-সাত্যকি।
————–
নৌকা
খুব ইচ্ছা করে ওই মায়া চোখে আবারও একবার চোখ রাখি রাত্রির যে গল্পগুলো তারার আলোয় ভিজে অপূর্ণ আছে সেগুলো পূরণ করে ফেলি বারবার ইচ্ছা করে আরও একবার তাকানোর আকাশের জলে ভিজে নৌকা যে হাওয়ায় তুলেছিল পাল যে হাওয়া লেগেছিল তোমার আমার আঙুলে সেই হাওয়াদের ডেকে এনে বসন্তের রাতকে দীর্ঘস্থায়ী করি কিন্তু চাঁদের আলোর নীচে ঝরে যাওয়া ফুলের পাঁপড়িরা মনে করিয়ে দেয় সে অধিকার আমার এখনও আছে কি তাই আর তাকানো হল না মায়া চোখে নৌকার হাওয়ায় ভাসানো হল না আঙুল দীর্ঘস্থায়ী করা হল না বসন্ত রাতকে বারণ আর কারণে গলাগলি করে তারার উল্টোপথে দীর্ঘ গমন
-সাত্যকি।
————–
https://www.patrika.kabyapot.com