সরস্বতী
দীননাথ চক্রবর্তী
না পেলামনা
মানে সরস্বতী
সকালের মন কেমন করা
কাগজের প্রথম পাতায়
নিদেন পক্ষে শিলং
কবেই যেন উদ্বায়ী
পরিবর্তে পেয়েছি ভোগ
পাতাজুড়ে এখন বিজ্ঞাপন
তবুতো আছে সরস্বতী
ভেতরের কোন এক পাতায়
খনির অন্ধকারে বধির ।
না পেলামনা
মানে সরস্বতী
নদী স্নানে জলে
এখন আর ঢেউ ওঠেনা
নূপুর পায়ে হাঁটেনা কেউ
শূন্য নীরবতার বুকের ওপর দিয়ে
পরিবর্তে জীর্ণতার মুমূর্ষুতা
রক্তশূণ্যতার ধূসরতা
তবুতো আছে সরস্বতী
শুক্ল পঞ্চমী …পঞ্জিকা ।
না পেলামনা
মানে সরস্বতী
স্কুলের চৌকাঠে চৌকাঠে
হৃদয় মনের কলায় কলায়
হাতেকড়ি আল্পনায়
গানিব্যাগে আলু খোসায়
পরিবর্তে ভ্যালেন্টাইন
তবুতো আছে সরস্বতী
ছুটির লিস্টে মাঘি বাতাসে ।
না পেলাম না
মানে সরস্বতী
কোন ইচ্ছে মনের বারান্দায়
যদিও ছড়িয়েছে রোদ্দুর
তবে নিথর নিষ্প্রাণ এক পাথর
উষ্ণতা হারিয়ে পরতে পরতে
শুধুই শীতলতা জাড্যতা
তবুতো আছে সরস্বতী
এম .সি .কিউ …ক্যাট …জয়েন্ট …কেরিয়ার ।
হ্যাঁ এবার পেলাম
মানে সরস্বতী
আজ সকালে
ছোট্ট মুখে
যখন মুনা বলল
পুষ্পাঞ্জলি দিয়ে আজ কুল খাবো কাকু।
দীননাথ চক্রবর্তী