সম্পর্ক।
রীতা বসু।
সম্পর্ক অত্যন্ত আবেগময় শব্দ,
যদিও খুবই আকারে ছোট
যেন একটি কোন পাখির ঠোঁটে
ছোট্ট সে খড়কুটো।
রক্তের সম্পর্ককেছাড়িয়ে যায় কখনো বাইরের সম্পর্ক,
যে ভালোবাসাধরে রাখে দুটি মানুষকে,
সেখানেইআমরা প্রকৃত আবদ্ধ।
একের দুঃখে যখন অপর কাঁদে, একের সুখে অন্য জনও সুখী
সেখানেই সত্যি ভালোবাসা পাই,কেউ থাকেনা দুখী। যাকে দেখিনি কখনো তার সাথেও বন্ধনে আবদ্ধ হতে পারি
রবি ঠাকুর, নেতাজী, বিবেকাননদ,
এদের তো অস্বীকার করতে নারি।
সম্পর্ক তৈরি নাহলে
মানবসভ্যতা কি থাকে?
এতো এক মানবিক বন্ধন
শ্রদ্ধা ভক্তি তে জাগে।