সনেটঃডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
হে আদর্শ শিক্ষকের জীবন-দর্শন,
শিক্ষাঙ্গনে তুমি এক শীর্ষতম স্থান,
তুমি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণ,
উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতিষ্ক-প্রাণ,
ছাত্র,শিক্ষকের মনের মনিকোঠায়,
সকল বিদ্যার্থীর জীবনের আদর্শ,
স্মরণীয়– ইতিহাসের উজ্জ্বলতায়,
জীবনের পাথেয় তোমার মতাদর্শ।
আলোক মানব তুমি জ্ঞানের পূজারি,
কর্মপ্রাণ মনুষ্য তৈরির কারিগর,
জ্ঞানপিপাসু,বিপ্লবী আলোর দিশারি,
জনসেবায় নিমগ্ন ব্রততী অন্তর।
শিক্ষক দিবসের বাৎসরিক স্মরণে,
অশ্রু-প্রণাম জানাই তোমার চরণে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন ( Wahida Khatun) , পশ্চিমবংগ, ভারত, পেশায় শিক্ষিকা ও বাংলা ও ইংরেজী ভাষায় গীতিকার। Zodiak Muzik – Company থেকে অডিশন দিয়ে পাশ করা গীতিকার। ” কেন কাঁদো মা গো আমার ” ( Keno kando maa go amar – Lyrics -Wahida Khatun. a famous modern patriotic Song, from India, from Zodiak Muzik. This song gives neutral feeling on patriotic taste in any nationl people) গানটি জনপ্রিয়তা পায় ভারত,বাংলাদেশ সহ সারা পৃথিবীর নানা দেশের বাঙালীদের মধ্যে। অনেক গান বেরিয়েছে ও বেরুচ্ছে। সাম্প্রতিক বেরুলো ও বেরুচ্ছে বেশ কয়েকটি গান World Music Melodies – YouTube চ্যানেল থেকে। “বিশ্ব রুপের বাংলাদেশ ” শিরনামে সংগীতটি বাংলাদেশের ওপর লেখা। তিনি এর যুগ্ম গীতিকার, যেটি ভারত সহ বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে ও পাচ্ছে। বেরিয়েছে ” We are all ” (We are all brothers in this world) বিশ্ব ভাতৃত্বের ওপর ইংরেজি গানটি জনপ্রিয়তা পাচ্ছে। স্বাভাবিক কারনেই পৃথিবীতে অনেকখানি পরিচিত হচ্ছেন।
কলিকাতার একটি দায়িত্বশীল প্রকাশনি থেকে বেরুচ্ছে বাংলা ভাষায় একশত কুড়িটি সনেটের সংকলন। লেখার কোয়ালিটিতে প্রকাশক খুশি হয়ে প্রকাশ করছেন এই সনেটের বই। সম্ভবত এই ওয়াহিদা খাতুন প্রথম মহিলা যিনি প্রথম শতাধিক সনেট লিখেছেন, এতটাই আমাদের কাছে তথ্য আছে। তবে তিনি এই জন্য প্রথম মহিলা যদি নাও হন, কিন্তু পৃথিবীতে তিনি সামান্য দুই চারজন নারীদের মধ্যে একজন, যাঁরা এই জাতীয় কাজ করেছেন
— সম্পাদক