শোকের আগস্ট
আবু সাঈদ
শেরপুর সদর শেরপুর।
*********************
আগস্ট এলেই অন্ধকারে
হারিয়ে যেন যাই,
আগস্টএলেই অদেখা এক
ব্যথার দেখা পাই।
আগস্ট হলো আমার কাছে
ইয়া বড়্ড় এক দানব!
এরই কাছে হার মেনে যায়
দেশ প্রেমি এক মানব।
এই আগস্টেই ছড়িয়ে ছিলো
ষড়যন্ত্রের জাল,
এই আগস্টেই ধানমন্ডির ৩২ বাড়ী
রক্তে হলো লাল।
আগস্ট এলেই কেঁপে উঠে
আমার শীতল বুক,
এই আগস্টেই নেমে ছিলো
বিশ্ব ব্যাপি শোক।