Spread the love

**********************

শিক্ষক

কলমে: হরিহর বৈদ্য

ডায়মন্ড হারবার,

দক্ষিণ চব্বিশ পরগনা

———————————–

শিক্ষা কথাটি ছোট —

    তবু অর্থ যে তার বড়,

শিক্ষার কভু হয়না তো শেষ 

     যতই তুমি পড়।

শিক্ষা শুধু নয়কো পরা 

     শিক্ষা মনুষ্যত্ব,

শিক্ষা নেওয়া যায় গো সদাই 

     যতই থাকো ব্যস্ত। 

শিক্ষার কভু ভাগ হয় না 

    হয়নাকো দাবিদার,

সারা জীবনের সম্পত্তি তার 

   এতে নেই কারো অধিকার। 

শিক্ষা দানে বাড়ে জ্ঞান 

    বাড়ে আরো শিক্ষা,

সরস্বতীর পদ তলে 

      তাইতো নেব দীক্ষা। 

গড়তে সমাজ শিক্ষাই হলো 

      জাতির মেরুদন্ড,

শিক্ষা বিহীন সমাজ তাহার 

      হারায় চলার ছন্দ।

শিক্ষা যিনি দেন যে তিনি 

      মোদের গুরুজন,

গুরুর থেকে বড় যে আর 

      হয় না আপনজন। 

গুরু সবার মাঝে শিক্ষা বিলান 

      সবারে বাসেন ভালো,

আঁধারে ভরা জীবনে তারা 

    জ্বালেন জ্ঞানের আলো।

মানুষ গড়ার স্রষ্টা তারা 

         দেখান সঠিক পথ,

শিক্ষক তাই শ্রেষ্ঠ সমাজ বন্ধু 

     তারা জাতির ভবিষ্যৎ।

লেখক : হরিহর বৈদ্য।

https://www.flipkart.com/search?q=Study%20table&otracker=search&otracker1=search&marketplace=FLIPKART&as-show=on&as=off

One thought on “শিক্ষক – হরিহর বৈদ্য”
  1. Great post! I enjoyed reading it and learned a lot. Your writing style is engaging and easy to follow, and the information you provided was very helpful. Thank you for sharing your knowledge and expertise on this topic. Keep up the good work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *