বাংলা অমর হোক(সনেট)
******************
✍️শামীম আহমেদ✍️
তব পবনে শিক্তসুধা রত্নসিপি যে,
অগণিত পরীর সমারোহ সাঁতারে!
ভ্রমরা উৎফুল্ল চিত্তে মধু হরে যে-
মৃত্তিকার গহিনে সমাগম নহরে!
নাচে পাখি কল্লোলে উন্মুক্ত আসমানে
বারিধারা চলে আপন মনে সমুদ্রে।
বহুপদী গান গায় নিজনিজ সুরে
তুমুল সুর তুলে রাখালের বাঁশি’যে।
তব দৃশ্য মম চিত্তে থর ঝড় তুলে,
নেশার সুসুপ্তি ভাঙে তব নিহারিকা।
তব শ্রীমতী ঢেউ দেখেছি কলকলে
চন্দ্রানন শ্রী তব হেরিনু যবে একা
তোমায় জন্মেছি;সুখী তৃপ্ত অতি আমি
তোমা’বুকে কাটাব,অমর হই যদি।