Spread the love

 শহীদ বেদী-২

 || হীরাঝিলের শহীদবেদী দেখে লেখা||

 —————————–
 ঋদেনদিক মিত্রো
[২০২৩ এ আন্তর্জাতিক “সবুজ সেনা সম্মান” বা Green Knight Honor  পুরস্কার প্রাপকদের একজন। অনেক আগে বাংলাদেশের শহীদ বেদীর উপর একটি কবিতা লেখা হয়েছিল। তাই সময়ের ক্রমিতায় এটাকে ‘ শহীদবেদী -২ ‘ দেওয়া হল। কারণ, অন্য কোনো নামে খাপ খাচ্ছে না।  শহীদবেদীর উপর দুটি কবিতাই একই মর্যাদার  ও সমান স্বাদের, কিন্তু লেখার শৈলী আলাদা। এখানে প্রাসঙ্গিকতায় সাম্প্রতিক লেখাটাই দেওয়া হোলো। কারণ, এটি লেখা হয় হীরাঝিলের শহীদবেদীর ছবি দেখে।]
   ✍️🌱✍️
পাথরে বা কংক্রিটে ইতিহাস ঢাখা,
তার মাঝে লুকানো  —
 কত দেহ স্মৃতি  রাখা,
 তাঁরা নাকি আজ নেই দৃশ্যে,
 তবু তাঁরা রয়েছেন ইহলোক বিশ্বে,
তাঁদের দীপ্তি কত তীব্র,
তাঁরা চির যৌবন —
 কোনোদিন হন না তো বৃদ্ধ,
 ঝড়ের মতন তাঁরা রয়েছেন তেজি,
 হে শহীদ বেদী।
হে শহীদ বেদী,
তোমার দিকে তাকাই আমরা যখন,
চোখ ভাসে অবিরল, কী সম্মোহন,
চেয়ে রই নীরবে —
কী এক অনুভবে —
 অন্তরে জেগে ওঠে জাগরণ,
 হে শহীদ বেদী।
হে শহীদ বেদী,
তোমার ভিতরে কত মৃত্যুর শ্বাস,
তার ভিতরেতে আছে স্বপ্নের বাস,
তার সাথে আছে কত চিন্তা-আকাশ,
 সে-আকাশে কত আলো, কত সূর্য,
 কত নক্ষত্র তারারা, আছে উহ্য,
 সে-গর্ব তোমারই তো —
 হে শহীদ বেদী।
কত কী ত্যাগের পরে কিছু পাওয়া হয়,
 তারই প্রতীক তুমি হে দিগ্বিজয়—
 হে শহীদ বেদী,
 তারই তো প্রতীক তুমি —
 কত বেপরোয়া দিন, বেপরোয়া রাত,
 শত্রুকে রুখতে কত সংঘাত,
 ঝরেছিল রক্ত,
         প্রাণে উন্মত্ত,
     বুঝিয়েছ বিপ্লব ছাড়া সবই ভুল,
     যাঁরা হন বিপ্লবি তাঁরা নির্ভুল,
        শুধু তাঁরা নির্ভুল।
 এই কথা শোনা যায়  —
   তোমার বাঁধানো ইটে—
     সাজানো এ-কংক্রিটে —
        হে শহীদ বেদী।
সার্থের মানুষেরা  —
      সারা দিনরাত ধরে —
                করে ছলনা,
               দেখি চারপাসে,
তোমার কাছেই শুধু যখনি আসে,
 তারা হয় শুদ্ধ,
  তোমাতেই মুগ্ধ,
    চোখ ভেসে যেতে চায় কত উচ্ছাসে,
    তোমায় দেখে, শুধু তোমায় দেখে —
   হে শহীদ বেদী।
আমরা কি তুচ্ছ, এতখানি হীন!
 আনতে পারিনা কি —
  আমাদের রাত্রিতে সূর্যের দিন!
চোখ ভেসে নামে ধারা,
 দেহে মনে জাগে সাড়া,
  আমরাও হতে পারি —
     তোমাদের মতনই —
      চিন্তায়, কর্মে,
      বুদ্ধি ও মর্মে,
      আর কথায় স্বাধীন,
       হে শহীদ বেদী।
হে শহীদ বেদী,
 তোমায় দেখেই যদি —
 আমাদের কান্না —
       ভাসাতে পারি,
 বিশ্বাস রেখো,
   পৃথিবীকে আলো দিয়ে আমরাও
      হাসাতে পারি।
                🙏
————————————————
————————————————
 (১২:২৭ সকাল ১৮ মার্চ ২০২৩)
ঋদেনদিক মিত্রো (Ridendick Mitro),
কলকাতা, পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট। প্রায় ২২-২৩টি গ্রন্থ বেরিয়েছে। বেরুচ্ছে আরো অনেক গ্রন্থ নানা বিষয়ে। কিন্তু এর বাইরে সাম্প্রাতিক যোগ হোলো, নবাব সিরাজুউদ্দৌলা সহ বর্তমান হীরাঝিল বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজী ও বাংলাভাষায় অজস্র কবিতা, গান, নিবন্ধ সহ প্রায় হাজার পৃষ্ঠা রচনা — একটি দশ হাজার লাইনের মহাকাব্য সহ। কিছু প্রকাশিত, কিছু প্রকাশ হচ্ছে পরপর। এইসব কারণের জন্য এই আন্দোলনের brand poet হিসেবে নির্বাচিত হন।  আগেও পেয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সম্মান ও সম্মাননা। এবার নবাবের ইতিহাস ভিত্তিক ওই সব রচনার জন্য ২০২৩ এ ” সবুজ সেনা সম্মান” (Green Knight Honor) আন্তর্জাতিক পুরস্কার প্রাপকদের একজন।
৪ তারিখ, ফেব্রুয়ারী ২০২৩,  এই পুরস্কার আনতে গিয়ে হীরাঝিলে বাগানে শহীদ বেদী দেখেন।  তারপর, অনেক দিন কেটে যায়, ১৮ মার্চ ২০২৩-এ সকালে মোবাইল খুলে দেখেন তাঁকে ” নবাব সিরাজুউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট ” এর হোয়াটসাপ গ্রুপে যুক্ত করা হয়েছে। খুব আপ্লুত হয়ে উনি DP -তে ক্লিক করে দেখেন হীরাঝিলের সেই শহীদ বেদীর ছবি। ওইটা দেখে মনের ভিতরটা ভিজে গেল। তারপর এই কবিতাটি লেখা হয়।  এই কবিকে আবিস্কার করেছিলেন ২০২১ সালের মাঝামাঝি Manas Bangla -ইউটুব চ্যানেলের গবেষক-সাংবাদিক মানস সিনহা, পরপর সেই বিষ্ময় বিদুষী সমর্পিতা — সভাপতি : নবাব সিরাজুউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট ,   হীরাঝিল বাঁচাও আন্দোলন কমিটি ও নাগরিক বিপ্লবিগন, এই ইতিহাসের সাথে থাকা ইউটুবার সাংবাদিকগন ও মুদ্রিত পত্রপত্রিকার সাংবাদিকগন,  সকলের নানা মাত্রিক সহায়তা নবাবের ইতিহাস কেন্দ্রিক রচনার কাজে এই কবিকে সহায়তা করে। এই আন্দোলনের theme song ” নবাব সিরাজুউদ্দৌলা মুক্ত বিদ্যালয় খোসবাগ/আমাদের তুমি গর্ব, বাংলার শেষ স্বাধীন নবাব…” এই কবির রচনা এবং এর সুরারোপ ও মূল কন্ঠ সমর্পিতা। এরপর কবি খুব উৎসাহী হন ও আরো আত্মবিশ্বাসী হয়ে এই বিষয়ে লেখার কাজে নিজেকে আরো বহুরকম চিন্তার গভীরে নিয়ে যান। এই আন্দোলনের হীরাঝিলের ইতিহাস নিয়ে ” Save Heerajhil ” ( Save Heerajhil, It’s a good will)  ইংরেজি গানটি এই কবির রচনা, কন্ঠ দিয়েছেন সিনেমার play back singer শুভলক্ষী দে ( Subhalaxmi Dey),  সুর : কুমার চঞ্চল। ” হীরাঝিল বাঁচাও আন্দোলন “এর ভিডিওগুলি  ইউটুবে দেখে Save Heerajhil গানটি লিখেছিলেন। এই আন্দোলন হয় ৫ই ডিসেম্বর ২০২১।
সম্পাদক হিসেবে, এই জাতিয় কিছু তথ্য দিতে হয় বিশেষ ক্ষেত্রে লেখকের রচনাকে কেন্দ্র করে, তাতে পাঠক পাঠিকা ও সাহিত্যের আলোচকগন বিশেষ স্বাদ পাবেন। তাই এই রকম foot note প্রকাশে কেউ অন্যকিছু ভাববেন না।
                      —- সম্পাদক
———————————————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *