Spread the love

শিরোণাম-রশি
কলমে-বনবীথি ব‍্যানার্জী

নৈতিকতার রথের রশি সারাজীবন টানছি
আজ মনে হয় জীবন শেষে,ঠিক পথেতেই
চলছি,
অনেক দ্বন্দ্বে অনেক দ্বিধায় জীবন চলে
অনিশ্চিত,
তবুও এর শেষ ঠিকানা একেবারেই সুনিশ্চিত।

অনেক কথা মনের মাঝে ঘূর্ণিসম ঘুরছে
ঘন,গভীর আবর্তে মোর জীবন তরী
দুলছে,
অর্থ আর অনর্থেরই বোঝায় জীবন
ভারী,
মানিয়ে নিয়ে চলতে গেলে, জীবন নষ্ট
নারী।

অগ্রগামি ঠিকানাতে শিখর ছোঁয়ার জো
টি নেই
তাই বলেত লজ্জা গ্লানি মানিয়ে নেবার
উপায় নেই,
সমাজটাত আজীবনই বন্ধনেতে বাঁধা,
সৎ,অসৎ আর ন‍্যায় নিষ্ঠার পরাকাষ্ঠার
ধাঁধা।

সভ‍্য সমাজ কেমন করে অন‍্যায়কে দিচ্ছে
মান?
আমরা যারা বাঁধছি সমাজ,সমাজকে কি
দিচ্ছি দাম?
আজও এমন ব‍্যক্তি আছেন,ন‍্যায়ের দন্ডে
বিচার দেন,
বিচার,বিবেক,বুদ্ধি তাঁরা বিকিয়ে দেবার
মানুষ নন।

মুষ্টিমেয় এমন মানুষ রথের রশি টানুন
নয়,
সদর্থক সমাজ গড়ার সঠিক সময় এটাই
হয়।

***********************

ইমেইল আইডি দিয়ে যুক্ত হোন

[newsletter_form type=”minimal”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *