যেতে যেতে তোমার জন্য,,,
***********************
আসরাফ আলী সেখ
******************
সময় গোছাতে গোছাতে
গোছাবাধা পরপর
নম্বর দেওয়া দিন রাতের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে সূর্য চাঁদ অনেক বার তোমাকে
খুঁজেছে,
নদীর একটার পর একটা ঢেউ সেলাই করে গায়ে গায়ে লেপটিয়ে লেপটিয়ে,
গড়িয়ে গড়িয়ে যেতে যেতে
মোহনা পথে তোমাকে
কত বার হাতড়িয়েছে,
গোছা গোছা
মেঘ আকাশের এ গায়ে থেকে ও গায়ে
যেতে যেতে তোমার কথা বলতে বলতে
কত বার বৃষ্টি হয়ে ভিজেছে ,
আকাশের তারার ফুলের তারা গুলো মালা হয়ে ঝুলবে বলে থেকে থেকে
কত বার মাটিতে
উল্কার মতো টপ টপ
করে পড়ে যায় ,
তারাতো সবাই
শহীদ ,তোমার
নাগাল কেউই
পেলো কি !
////”””””/////”””””////