কালবেলা
🌱🌱🌱🌱
মুস্তারী বেগম
🌱🌱🌱🌱🌱
দুমুঠো অন্নে বড় নিরন্নে
কেটেছে অঘুম রাত
স্বপ্নে ত্রাস হাহুতাস
বিদেশী লোমস হাত।
কেটেছে অঘুম রাত
স্বপ্নে ত্রাস হাহুতাস
বিদেশী লোমস হাত।
বীর তুমি ছিলে সেই কোলাহলে
ফুলিয়ে বক্ষছাতি
হিমেল শরীর কাব্যপরীর
বিপথে নিয়ত রাতি।
ফুলিয়ে বক্ষছাতি
হিমেল শরীর কাব্যপরীর
বিপথে নিয়ত রাতি।
সাঁতিয়ে সাগর মাতিয়ে নোঙর
মায়ের পায়েতে ফুল
নারীর জন্য হয়েছো ধন্য
সৃজেছো নবীন কূল।
মায়ের পায়েতে ফুল
নারীর জন্য হয়েছো ধন্য
সৃজেছো নবীন কূল।
কালের নোঙরে একোন প্রহরে
নোয়ালে তব শির?
বাঙালি মরেছে,শব্দ পুড়েছে
আশাহত ভাঙা তীর।
নোয়ালে তব শির?
বাঙালি মরেছে,শব্দ পুড়েছে
আশাহত ভাঙা তীর।
ওবুকে ঝর্ণা, হরিৎপর্ণা
জেগেছিলো কালবেলা
আজ ল্যাপটবে,ভুয়ো বৈভবে
মন দৈনতা খেলা।
জেগেছিলো কালবেলা
আজ ল্যাপটবে,ভুয়ো বৈভবে
মন দৈনতা খেলা।
বিদ্যা সাগরে ,দুস্থচাদরে
হাবুডুবু খেলে মন
কি করে ফিরবে,বর্ণ ঘিরবে
ভাষাহীন আলোড়ন!
হাবুডুবু খেলে মন
কি করে ফিরবে,বর্ণ ঘিরবে
ভাষাহীন আলোড়ন!