মুখোশ
কলমে – রুমা চ্যাটার্জী
*******************
মুখের মতোই মুখের আদল
মুখোশ পরে থাকি
শেখার মান শিকেয় তুলে
যত্নে তারে ঢাকি।
সাদা মুখোশ, কালো মুখোশ
মুখোশ হরেক -রকম,
রংবেরঙের মুখোশি সাজ
গভীর রকম- সকম।
গতিক ভালো নয় তো জেনে
ঢাকনা পরে মুখে,
সুখের চেয়ে ভাবনা বড়
যত্ন করে রাখে।
ভাবছে বসে দিন দুনিয়ায়
দিয়েই আমি ফাঁকি
নিজের কাছে নিজেই লুকোয়
কেমনে বেঁধে রাখি।
হরেক রকম সাজের মাঝে
এটাও একটা সাজ,
মুখোশ পরা মানুষগুলোর
নেই তো কোন লাজ।
মুখোশ পরে সভ্য মানুষ
করছে শুধু বড়াই
সমাজটাকে বিকিয়ে দিয়ে
হচ্ছে নিজেই জবাই।
কেমন করে বাঁচবে তুমি
সমাজের এই বুকে?
তেমন কোন মানুষ পেলে
সামলে রেখো তাকে।