তোমার মুখে মিষ্টি হাসি
আমি দেখতে ভালোবাসি।
হাসি হল মনের টনিক
দুই ঠোঁটেতে হলে ও ক্ষণিক।
বলতে চলতে কইতে কথা
হাসির ঝিলিক মুখের সুন্দরতা।
অভ্যাসে তা আনতে হবে
মন খুলে তাই হাসবে ভবে।
হাসির সাধন দিবারাত্র
রবে না ক্লেশ লেশমাত্র।
বেদন ব্যথা যাবে টুটে
মুখে হাসি যখন উঠবে ফুটে।
সুখ দুঃখ জীবনে আসে
দুখের দহন ,হেসে অনায়াসে।
দু্ঃখ কে যে না ডরে
সুখের বাস তারই ঘরে।
হাসির তোড়ে দুঃখ যাবে ঘুচে
হাসিই দেবে মর্ম ব্যথা মুছে ।
নিয়মিত হাঁটা ও হাসা
স্বাস্থ্যের বিধান ভালোবাসা।
হাসলে ও হাঁটলে ভাল থাকে হার্ট
ভাল থাকা জীবনের আর্ট।