কবি পরিচিতি :
আমি সন্দীপ।পেশায় সিভিল ইঞ্জিনিয়ার বাড়ি হাওড়া জেলায়। ছোট গল্পও কবিতা লিখি মনের মধ্যে। কবিতার বহিপ্রকাশ বেশি।
এই লেখাটা আমার একটা ইচ্ছের রূপ।
কবিতা : মন তুই…..
কলমে – সন্দীপ গাঙ্গুলী
কেমন আছিস মন,
আঁধার রাতে প্রশ্ন করে
নগ্ন মনের কোন,
ত্রস্ত স্বরে এড়িয়ে বলি
এর কি প্রয়োজন?
সুখী গৃহকোন আচ্ছাদনে
ডানা হারা আজ মন।
আবার আমায় প্রশ্ন করে
ভুললি চিরন্তন?
হালকা হাঁসির মস্করাতে
উষ্ণ চোখের কোন।
কেন এলি আজ একলা রাতে
তারাখসা ঐ মন,
স্তব্ধ নিঝুম জোৎস্না স্নাতে
বেসামাল প্রয়োজন।
নিদ্রা সকল ক্লান্ত তখন
যৌবন সমাগম,
বয়স যখন সময় কাঁটায়
বসন্ত বাতায়ন।
হঠাৎ যেমন দখিনা হাওয়ায়
উধাও পথের শ্রম,
তোর স্পর্শে সুরভিত হয়
বদ্ধ ঘরের কোন ,
অচেনা কোন গানের সুরে
হৃদয় শিহরণ,
তোর জন্যে অনেক দূরে
একাকী আগমন,
বৃষ্টি ভেজা বাদল দিনে
সেকি আস্ফালন,
এই বুঝি তুই হারিয়ে গেলি
পথ ভুলে কারো মন।
গোধূলি আলোয় সাজিয়ে ছিলিস
যৌবনে তুই মন,
হঠাৎ কোথায় হারিয়েগেলি
ভীষণ চেনা মন?
আমি এখন একাই থাকি
আর নেই তো মন,
আবার কেন ভাসিয়ে দিলি
চীর যৌবন মন,
সাঁঝের বেলা আজও খুঁজি
যদি আসিস মন
শ্রান্ত দিনে আজও বুঝি
তুই তো আমার মন।
এলিই যখন
ফিরিয়ে দে তুই
আবার সবুজ মন
বয়স না হয় একটু বেশী,
তবুও আমন্ত্রন।।