কবিতা – মনুষ্যত্বের ব্যথা
✍️অমরেন্দ্র নাথ চক্রবর্তী✍️
বাহাত্তর বছরে ও নেই প্রকৃত স্বাধীনতার মূল্যায়ন
আজও চারিদিকে অনাথের গৃহ,
কাঙালের করতলে
স্বাধীনতার অস্তিত্ব কোথায়?
বাহাত্তরের স্বাধীনতা দিবসে ও
কেবলি ধোঁয়াশা
শুধুই হতাশার কুয়াশা
হাহাকারের জলোচ্ছাসের ঝর্ণাধারায়
পরমপ্রাপ্তি অনাহার ও অশিক্ষা,
অজস্র প্রতিকূলতা আর অস্তিত্বের সংকটে—-
অমোঘ মৃত্যু ও মুক্তির পথ
দেখাতে দ্বিধাগ্রস্ত/
বাহাত্তর বছরের স্বাধীনতার উল্লাসে
জাতপাতের গোঁড়ামি আর হিংসার রাজনীতি
শুধুই চরম দুর্গতি, কবে হবে দেশের স্বচ্ছ মতিগতি?