শিরোনাম–ভালোবাসার দিন (ভ্যালেন্টাইন ডে
কলমে–নীতা কবি
ভালোবাসা, ভালোবাসা, আজ ভালোবাসারই দিন
ভালোবাসো আর ভালোবাসি বলে কেটে যায় সারাদিন।
কেউ এনে দেয় গোলাপের তোড়া, কেউ দিয়ে যায় উপহার
নিজের প্রেমকে সেরা মনে করে পরায় বিজয়ী হার।
আজ ভালোবাসে, কাল ভুলে যায়,এ কি প্রেম প্রেম খেলা
এ যেন এক ছোঁয়াচে ব্যাধি, বসেছে প্রেমের মেলা।
প্রেমী ছিলো জানি শিরি-ফরহাদ, লায়লা-মজনু, শাজাহান-মমতাজ
একে অপরের প্রেমে প্রেমময়, সেই প্রেম কোথা আজ?
যন্ত্রের যুগে যান্ত্রিক প্রেম, প্রেম কি তা জানে না
স্বার্থ নিয়েই প্রেম-প্রেম খেলা, কামনা আর বাসনা
প্রেম হবে শুধু স্বর্গীয় আর নিষ্কাম অনুভূতি
প্রেম হবে শুধু ভালোবাসা আর পবিত্র প্রতিশ্রুতি।
লতাটি যেমন বৃক্ষ-শাখাকে ভালোবেসে ধরে থাকে
সেই ভালোবাসা দিও হে বন্ধু, তোমার প্রিয়তমটিকে।
সাগর যেমন ভালোবাসি বলে আকাশের পানে চায়
তোমার প্রিয়-বন্ধুটি যেন সেই ভালোবাসা পায়।
বিহগী যেমন পথ চেয়ে থাকে বিহগের পথ পানে
সূর্যমুখী চেয়ে থাকে তার প্রিয় সূর্যের টানে।
অলিরা যেমন গুন-গুন করে গোলাপের পানে ধায়
কপোতী যেমন কপোতের বুকে মাথাটি রাখতে চায়
সেই ভালোবাসা একদম খাঁটি নেই কোনো তুলনা
সে ভালোবাসাতে পূরণ করো জীবনের সাধনা।