“বেঁচে থাকুক কবিতা”
কলমে ‘অন্তরাক্ষী’
নিষ্পাপ কবিতা’রা আজ—- কথা বলতে অপারগ;
—-তাই অথর্ব হ’য়েই বেঁচে থাকতে হয়!
যদিও বোঝাতে চায় আত্মানুভূতি; আত্ম-কলরব!
…..অথচ’; কঙ্কাল-সার,
মেদবহুল-সন্নিবেষ্টিত কবিতার বপু-রা—-
নীরব, নিথর, নিষ্প্রাণ;
ঠিক যেন নপুংশক,
নির্বাক চলচ্চিত্র!
একক ক্ষমতায় যারা
কখনোই পারেনা সরব হ’তে !
আর…..
‘যিনি’ আত্ম-মর্যাদাবান কবি, স্ব-মহিমায় মর্যাদা ক্ষুণ্ণ ক’রে—–
মুখোসের নামাবলী চাপিয়ে,
নানান কুটিল কৌশল ও শব্দের জটিল ব্যঞ্জনায় নামাঙ্কিত ক’রে—-
মুর্চ্ছিত করে;
নিজের কবিতা’র উদ্ধত লুণ্ঠিত যৌবন !!
এখানেই…..
ধরাশায়ী হয় কবির আত্মপক্ষ সমর্থন!
কবিতা’র বোল-ফোটাতে তড়িঘড়ি ছুটতে হয়…..
মহামহিম উষ্ণীষ-ধারী ঝোলা-ব্যাগ সম্পন্ন;
প্রখ্যাত বিষন্ন কবিকে !!
…..যার
উজ্জীবিত, উদাত্ত কণ্ঠের কলুষিত রব:
আমি কবি…..
আমি কবি…..
আমি কবি…..
কবিতা আমার-ই ঔরস-জাত, গর্ভস্থ; লালিত সন্তান !
💫💫বোধোদয়ে:
তাঁরা বেঁচে থাকুক
চিরন্তন…..
তাঁদের আত্ম-পরিচয়ে,
আপন জৌলুসে,
আপন গরিমায়;
তাঁদের-ই আত্ম-মর্যাদায়।
আমি, (কবি)-তো নামান্তর !!!!
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কবি অন্তরাক্ষী এর লেখা ” বেঁচে থাকুক কবিতা” — কবিতার অবয়বে একরকম নতুন বাঁধন নির্মান করে, যা আমাদের কবি জীবনের গোপন জ্বালাকে স্থাপিত কপ্রে শিল্পের ভংগিমায়। কবিতার নামক অস্তিত্বের মরমিয়া দীর্ঘশ্বাসও দেখতে পাই সেখানে। কবিতার গঠনেও নতুনত্ব আছে। কবির নিয়ত সৃস্টি আমরা পেতে চাই।
— ঋদেনদিক মিত্রো
Ridendick Mitro