বিশু বাবুর থিওরি
-বাউল কবি
ইস্যু নিয়ে বিশু বাবু লিখে যান তত্ত্ব
উত্তর না পেয়ে যেন মাথায় চাপ মস্ত
দূষণ হয় নাকি দেশে নির্বাচনের কারণে
উত্তর খুঁজে হয়রান গভীর মননে ।
গাছ কাটা বন্ধ হলে যাবে কি দূষণ ? ঢপকরে বসে পড়ে ভাবে কিছুক্ষণ।
হাল্লা চিল্লা বন্ধ হোক হোক মাইক প্রচার হৃদরোগী বাঁচার রসদ পাবে আবার।
বোমাবাজির শব্দে শিশু করে চিৎকার
ছিন্ন ভিন্ন দেহ তাদের জনতার হাহাকার।
প্রচার হোক নেটে নেটে পথে নামা বন্ধ
শ্বাপদ পাবেনা তাহলে মানুষের গন্ধ।
চৌকিদারির ব্যবস্থা হোক পরিষেবা আইনি মানুষ খেতে পারবে না রক্ত খেগো ডাইনি।
ভোট হোক যন্ত্রে টিপ ছাপ মিলিয়ে
দূষন রুখতে ধরণ দাও পাল্টিয়ে।
ঘরে বসে মতদান অ্যাপস কর চালু
বাড়ি ঢুকতে ভয় পাবে লালু, ভুলু, কালু।
গুলি বারূদ ঠান্ডা হবে পড়বে না বোম
হয়তো ন্ত্রাস বন্ধ হবে ,দূষণ কম
বন্ধ হলেও হতে পারে খুন জখম গলা কাটা
আপাতত বেঁচে যাবে গোটা দেশটা।