পাওয়া না পাওয়া
*************
ব্যবধান ওঠে গড়ে পাওয়া বা না পাওয়ার মাঝে
ফারাক গড়ে ওঠে দুইয়ের ,
পাওয়ার মাঝে থাকে অসম্পূর্ণ সন্তুষ্টির প্রকোপ
না পাওয়ার যন্ত্রনা থেকে যায় অনেক পাওয়ার সাথে।
আশা আর স্বপ্নের ভিত গড়ে দাঁড়িয়ে থাকে চাওয়ারা
না পাওয়ার মাঝে থাকে এক রাশ হতাশা।।
অতীত বলে ভালো থাকব বর্তমানের কাছে
বর্তমান বলে ভালো ই ছিলাম অতীতের কোলে।
ভবিষ্যতের চাওয়া বা নাপাওয়া গুলো তোলা থাক মনের দেওয়ালে।
খুশি গুলো হারিয়ে যায় অখুশির অন্তরালে ই
পাওয়া না পাওয়ার দ্বন্দ চলে চিরকাল ই।।