বাংলা আমার মাতৃভাষা
কলমে হরিহর বৈদ্য
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা
জন্মের পর যে ভাষাতে মায়ের কথা শুনে,
যে ভাষাতে প্রথম আমি শুধুাই মুখের ধ্বনি।
যে ভাষাতে শিখি আমি প্রথম কথা বলা,
যে ভাষার হাত ধরে মোর পাঠশালা পথ চলা।
যে ভাষাতে ব্যক্ত করি মধুর ভালবাসা,
যে ভাষাতেই আনন্দ আর অগাধ কাঁদা-হাসা।
সেই বাংলাই হল আমার প্রিয় সাধের মাতৃভাষা,
যে ভাষাতে গল্পকথা,আমার কবিতা লেখা।
এই ভাষার মর্যাদা রক্ষায় যারা অকাতরে দিয়েছেন প্রাণ
বাংলাদেশের রফিক -সালাম কিংবা আসামের কমলা- কানাইলাল গান।
তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ শে ফেব্রুয়ারি ও ১৯ মে
প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠি শহীদ স্মরণে।
রবীন্দ্রনাথ- জীবনানন্দ- বিদ্যাসাগর- বিবেকানন্দ
বাংলা ভাষার সৃষ্টি সাধনে বিশ্ববরেণ্য।
যে জাতি মাতৃভাষায় যত উন্নত -উৎকৃষ্ট,
সে জাতি বিশ্ব মাঝারে হয়েছে ও শ্রেষ্ঠ।
তাই এস আমরা সদা বাংলাভাষার উন্নতি গান গাই-
আর ভাষা শহীদদের চরণে আজ শতকোটি প্রণাম জানাই।