বর্ষশেষে
************
বিশ্বনাথ সাহা
এস ভাই বোন
ছেড়ে গৃহ কোণ
এস ভালবেসে
আজি বর্ষ শেষে।
এস প্রিয়জন কর
পূর্ণ বিদায়ক্ষণ
সবাকার সাথে
হোক মিলন মহান।
নিরাময় হোক যত
পুরানো সব ক্ষত
বিদ্বেষ যাক ঘুচে
কষ্ট ক্লেশ মুছে।
জীর্ণ মলিন অসম
ঝরুক জীর্ণপাতাসম।
ভেদাভেদ হানাহানি
বিদায় বর্ষসাথে।
এস নববর্ষ নিয়ে
মিলনের পাত্র হাতে।
অভেদ রচিত হোক
শান্তি সুধায় মর্তলোক।
সিন্চিত কর বারি
সম্প্রীতি তোমারি।
নব উদ্যম নব প্রাণ
প্রতি পলে কল্যাণ।
কচি ঘাস কচি পাতা
ফুলে ফলে নতমাথা।
জাম,জামরুল,লিচু
আম,কাঁঠাল ,কতকিছু
কাঁকুড়,খরমুজ, ফুটি
জলে ভরা তরমুজ সব ই
বর্ষের শুরুতেই তারা
ফল রসে ভরা।
সকলের তরে
সকলের ঘরে
আনুক নব আনন্দ
আসুক জীবনের ছন্দ।
=====================