“বর্ণপরিচয়” বাচ্চাদের হাতে তুলে দিয়ে নতুন করে বাংলা ভাষার
প্রচার-প্রসারের প্রাণসঞ্চার করলেন ব্যস্ত ভাষা সংগ্রামী রাজকুমার সরকার
**************
ধানবাদ সংবাদদাতা:–
ধানবাদের কয়লানগর আদ্যা মা কালিমন্দিরে সাধক সুদীন কুমার মিত্রের ১০৫ তম জন্মদিনে নানান অনুষ্ঠান হয়।প্রতিবছরের মত এবারেও সুতপা’র বই এর স্টলটি ছিল জমজমাট। স্টলে এসেছিলেন বাংলা ভাষা সংগঠক সমীর গোস্বামী, জে এম এম নেত্রী রেখা মন্ডল, প্রাবন্ধিক সুকুমার মোহান্ত সহ অনেকেই… সবাই জানে এই স্টলটিতে একজন মানুষ আছেন যিনি বাংলা ভাষার প্রচার ও প্রসারে জীবন উৎসর্গ করেছেন, তিনি রাজকুমার সরকার। ধানবাদ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে (মোকো) থেকে তিনি বাংলা ভাষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। ‘বর্ণপরিচয়’ সব বাচ্চাদের তুলে দেওয়ার চেষ্টা করেন সবসময়ই।কেউ পয়সা দিলেও ভালো না দিলেও ভ্রক্ষেপ নেই।সহাস্যে তুলে দেন বাচ্চাদের ‘বর্ণপরিচয়’
পরবর্তী প্রজন্ম বাংলামুখী হোক এটাই তার মূল উদ্দেশ্য।তাঁর স্টলে একটি ছেলে বাবা মা এর সাথে এসে হাজির।’বর্ণপরিচয়’ হাতে নিয়ে বলে – মা, এটা নেবো।ছেলেটির নাম রুদ্র তেওয়াড়ী।হিন্দি ও ইংরাজী পড়ে তবুও তার বাংলা শেখার ইচ্ছা।মা বলে, খুচরো আট-নয় টাকা হচ্ছে দাদা।
মুচকি হেসে রাজকুমার বলেন – আপনার যেটা ইচ্ছা সেটাই তুলে দিন।ও বাংলা শিখতে চাই এটাই আমার ভালোলাগার বিষয় ….