প্রেম পাপী
প্রবীর কুমার গুহ
_____
বিশ্ব চরাচরে
এত যে প্রেম প্রেম রব,
দীগন্ত অস্থির করে !
কত তার বিমোহিত রূপ,
রঙিন নেশার মহাকলরব !
পৃথিবী প্রেমের বাণী
প্রায়শই প্রচার করে__
অশান্তির পুজারি বেশে ;
অথচ,
মনে পোষে গভীর দূষণ !
স্বভাবে মাকড়সা যেন,
বিছায় যত্ন করে__
যত বিভেদের কুটিল জাল ,
স্বপ্নেই অবক্ষয় !
পৃথিবী শান্তি খোঁজে,
তবু বাড়ে বৈষম্যের ধন ;
কমেনা ক্ষোভ বিক্ষোভ !
যে প্রেমিক_
সে আবার কখনো ধর্ষক ;
প্রতিবাদ থিতিয়ে গেলে,
ছারখার মানবতা সব !
এ কেমন প্রেমের চাহিদা
তোমার__
বলো হে ভুবন ;
মননে বাঁচিয়ে রাখো,
চিত্তশুদ্ধির মারণ উৎসব !