Spread the love

🙏🏻

প্রয়াণ দিবসে সমরেশ বসু

  • অগ্নিমিত্র

সমরেশ বসু এক নামকরা বাঙালি লেখক ছিলেন। ‘কালকূট’ ছদ্মনামেই তিনি সমধিক পরিচিত। ওনার মত শক্তিমান ও প্রতিভাধর লেখক বাংলা সাহিত্যে তেমন আসেননি। ১৯৮৮ সালের বারোই মার্চ এই যশস্বী লেখক প্রয়াত হন। বাংলা সাহিত্যকে তিনি উপহার দিয়েছেন ‘ অমৃতকুম্ভের সন্ধানে’, ‘ নির্জন সৈকতে ‘ ও ‘ শাম্ব’ -র মতো অমূল্য সব লেখা। এর মধ্যে অনেক লেখা থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র। অনেক বলিষ্ঠ ও বিতর্কিত লেখাও লিখেছেন। গোয়েন্দা ‘ অশোক ঠাকুর’ চরিত্র তাঁর সৃষ্টি। আবার ছোটদের জন্য সৃষ্টি করেছেন অনুসন্ধিৎসু ‘গোগোল’ চরিত্র। ‘ আদাব’ ছোটগল্পের মাধ্যমে সাম্প্রদায়িকতার মূল ধরে নাড়া দিতে চেয়েছেন তিনি। ওনার লেখা নিয়ে আরো বেশি করে চর্চা ও গবেষণা প্রয়োজন বলেই আমি মনে করি ।।

☘️☘️☘️🌸🌸🌸

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *