Spread the love

হৃদয়পুর (শিশু-কিশোর কবিতা) 
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
প্রদীপ কুমার সামন্ত 
🌱🌱🌱🌱🌱🌱
কখন কবে গিয়েছিলাম পড়ছে না মনে
তুলেছিলাম কত ছবি একমনে একসনে,
সেথায় ছিল তাল-তমালের স্নিগ্ধ ছায়া
আঁকন বাঁকন মেঠোপথের স্নেহ মায়া  ।
গা ছমছম্ নিরিবিলি স্হানটি মায়াময়
একসাথে ফুল-পাখিরা প্রাণের কথা কয় ,
তালের সারি, মজা পুকুরে কাকেরা করে স্নান
ঝোপ-ঝাড়েতে ঝিঁ ঝিঁ পোকার মধুর কলতান ।
শিশির ধোয়া ঘুমভাঙানি সূর্য্যমুখীর হাসি
বনফুলের মিষ্টি ছোঁয়ায় স্বপ্ন রাশি রাশি ,
মন কাড়বে সকলের ভাই সেথায় যদি যাও
অপরূপ প্রকৃতির বাহার যেদিক পানে চাও   ।
পদ্মদিঘির স্বচ্ছ জলে সবাই করে স্নান
একদিন না সেথায় গেলে মন করে আনচান,
বিকেল বেলায় অস্তরাগে সবাই আবির মাখে
সারি সারি সব গৃহবঁধূরা জল নিয়ে যায় কাঁখে  ।
এখনো আছে পল্লীগাঁয়ের স্নিগ্ধ রঙিন ছায়া
গাছের ছায়ায় মাটির মায়ায় স্নেহ মমতা মায়া ,
এখনো ফোটে শাপলা শালুক পদ্মদিঘির জলে
লজ্জা শ্রদ্ধায় ভক্তি জাগায় ভালবাসার আঁচলে 
সোনার গাঁয়ের মেঠোপথে উদাস বাউল গানধরে
মানবপ্রীতির সুর ভরিয়ে সব জাতিকে এক করে,
গাছগাছালির পাতায় ঘেরা হাজার পাখির বাসা
কিচিরমিচির ছন্দ সুরে মেটায় মনের আশা  ।
আমরা সেথায় আবাদ বিবাদ সুবাদ করি
একতার গান কণ্ঠে ঢেলে সকলকে বক্ষে ধরি,
অন্যায়েতে গর্জে উঠি প্রতিবাদীর সুর ঢেলে
ভূ-ভারতে এমন একতা কোথায়ও না মেলে  ।
আকাশকুসুম স্বপ্ন ঘেরা মিষ্টি ছোট্ট গ্রাম
ভালবাসার রঙিন আলোয় ভরায় মন-প্রাণ,
পল্লী প্রতীক হয়েই বাজে একতারাই সুর
পড়ছে মনে গ্রামটার নাম মিষ্টি ” হৃদয়পুর ”  ।
============================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *