Spread the love

শিরোনাম –প্রথম প্রেম
কলমে–নীতা কবি মুখার্জী
16/7/2021

প্রথম যেদিন দেখিনু তোমায় ভালোলাগা ছিলো মনে
সেই ভালোলাগা ভালোবাসা করে রেখেছি সংগোপনে
আঁখিতে আঁখিতে কথা কয়েছিলে, বলেছিলে ভালো লাগে
তাই তো তুমি আসো বারে বারে নব প্রেম অনুরাগে।

প্রেম কারে কয় বুঝিনি সেদিন ,শুধু মৃদু হেসেছিলে
সেই হাসি দিয়ে প্রেমের পরাগে নিজেই রাঙ্গিয়েছিলে
সাতই পৌষের মেলা বসেছিল শান্তিনিকেতন প্রাঙ্গণে
বন্ধুসাথীরা ঘিরেছিল সব তোমার আমার মাঝখানে।

বাঁকা চোখে দেখা ,হাতে হাত রাখা ,প্রেম নয় সে যে পাগলামি
আবেগের সেই চোখের নেশাকে প্রেম ভেবে কাঁদি এই আমি
সেই প্রেমকেই জিইয়ে রেখেছি ,ভুলতে পারিনি কখনো তা
তাহলে কি করে পাগলামি বলি? মনের গভীরে ব‍্যাকুলতা।

আজ তুমি চলে গেছ বহুদূরে ,আঁখি খুঁজে মরে অহরহ
কতো যে বোঝাই, বোঝেনা পরাণ, যাতনা যে বড়ো দুঃসহ
পেরিয়ে গেছে দিন, মাস, কাল ,ফিবছর আসে সেই সে দিন
কদম্বের তলে দিয়েছিলে কথা, প্রথম প্রেম সে ছিলো রঙ্গিন।

প্রথম দেখার সেই শুভক্ষণ রবে নাকো মনে ভুলে যাবে
জীবন নদীতে কত জল আসে, কত চলে যায় এই ভবে
পূণর্মিলন না-ও যদি হয় ভালোবেসে যাবো কথা দিলাম
শপথ ভাঙ্গার দায়ভারটুকু দেবো না তোমায় ,আমি নিলাম।

প্রথম প্রেমের সেই দিন গুলি মনে পড়ে আর বুকে বাজে
ভুলতে পারি না, শুধু মনে পড়ে দিন-রাত্তির সকাল-সাঁঝে।

এই আশা নিয়ে বসে আছি শুধু যদি মনে পড়ে সেই তিথি
শেষ-যাত্রায় একবার এসো ,মরণের সাথে হবে ইতি।

**********************************************

https://www.amazon.in/gp/product/B08CS3BT4L/ref=as_li_tl?ie=UTF8&tag=kabyapot-21&camp=3638&creative=24630&linkCode=as2&creativeASIN=B08CS3BT4L&linkId=3158fde6b24d33872f6cc0a436c731cc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *