পুরুষ কি প্রেম করতে পারে?
✍️অঞ্জনা চক্রবর্তী✍️
প্রেম কি চিরস্থায়ী? তাতো তো নয় |
পুরুষ কি প্রেম করতে পারে? চোখের ভাষায়?
পুরুষ কি প্রেমে বিরহ ব্যথা পায় !!অকুল আকুতি
তার মনের গুহায় !!
পুরুষের কি বাম দিকে হৃদয়?
না মস্তিস্ক সর্বস্ব প্লাজমা, রক্ত কণিকায় !!
পুরুষ কি বহুমুখী, পুরুষ কখনই কাঁদে কি?
পুরুষ তুমি যৌনতা ব্যতীত ভালোবাসার খোঁজ পাও কি?
পুরুষ , তুমি প্রেম বলতে বোঝো কি?
দু এক দিনের আলাপ, আলাপনে শরীর কাটাছেঁড়া করো কি !
ভালোবাসার ফাঁদে একই সাথে শত শত নারী !!
পুরুষ তুমি স্বভাবগত কি? প্রেম জানো কি !!
যন্ত্ৰণা-কাতর হয়ে হতে পারো চাতক পাখি?
আকর্ষণ, আবেগে ভাসো কি?মুহূর্তে বাঁচো , প্রেম রিপু করে নারীর হৃদয় ভাঙো অহরহ |
দন্ডে কায়ায় জৈব বাঁধনে শুধুই প্রেম থাকে কি?
https://www.patrika.kabyapot.com