ব্যর্থ হিসেব
🌱🌱🌱🌱
পারমিতা ভট্টাচার্য্য
🌱🌱🌱🌱🌱🌱
চোখ দুটো বন্ধ করো এক বার
আজ আবার একটু লুকোচুরি খেলি,
ময়ূরাক্ষীর চড়ের নরম ঘাসে রাখি পা
শালিকের মত বাতাসে আবার ডানা মেলি।
চোখ দুটো বন্ধ করো এক বার
আজ আবার একটু লুকোচুরি খেলি,
ময়ূরাক্ষীর চড়ের নরম ঘাসে রাখি পা
শালিকের মত বাতাসে আবার ডানা মেলি।
চলো আরও এক বার হারিয়ে যাই
ওই ভগ্ন মন্দিরের দেউড়ির পাশে,
বৃষ্টি ভেজা নরম বিকেল হাতছানি দেয়
হারিয়ে যাওয়া শৈশব আমার মুখ টিপে হাসে।
ওই ভগ্ন মন্দিরের দেউড়ির পাশে,
বৃষ্টি ভেজা নরম বিকেল হাতছানি দেয়
হারিয়ে যাওয়া শৈশব আমার মুখ টিপে হাসে।
তোমার হৃদয় জুড়ে নান্দনিক ছোঁয়া
তবু সভ্যতার পাঁজরে আজ বড় ঘুণ,
প্রতিবিম্বেরাও ব্যঙ্গের হাসি হাসে
ইচ্ছের ডানা জুড়ে পক্ষাঘাত এখন।
তবু সভ্যতার পাঁজরে আজ বড় ঘুণ,
প্রতিবিম্বেরাও ব্যঙ্গের হাসি হাসে
ইচ্ছের ডানা জুড়ে পক্ষাঘাত এখন।
ভাবনারা ভাসে না আর আবেগের অথৈ জলে
কোজাগরী চাঁদ অপলক জেগে থাকে রাতে, হৃদয় চোয়ানো সুখেরা এখন ভেজেনা উষ্ণ ছোঁয়ায়
কয়েক আলোকবর্ষ দূরত্ব এখন তোমাতে – আমাতে।
কোজাগরী চাঁদ অপলক জেগে থাকে রাতে, হৃদয় চোয়ানো সুখেরা এখন ভেজেনা উষ্ণ ছোঁয়ায়
কয়েক আলোকবর্ষ দূরত্ব এখন তোমাতে – আমাতে।
কথা ছিল কপালে এঁকে দেবে সূর্যের টিপ
কথায় কথায় বেলা হবে শেষ,
বিশ্বাস করো, ঘুণাক্ষরেও বুঝিনি আমি তখন
সময়ের নিরিখে জীবন একটা গার্হস্থ্য অভ্যেস।
কথায় কথায় বেলা হবে শেষ,
বিশ্বাস করো, ঘুণাক্ষরেও বুঝিনি আমি তখন
সময়ের নিরিখে জীবন একটা গার্হস্থ্য অভ্যেস।