Spread the love
🧜‍♂️ন‍্যায়ের পথে🧜‍♂️
************
শ‍্যামল মন্ডল 
***********
সবার সাথে সবাই আছে 
আমার বেলায় কেউ নাই , 
আমার কাছে নাই তেল  
আমার কোন ফেউ নাই ।
নিজের ভাঙা চরকা খানা
ভাঙা হলেও নিজেরই তা ,
রাখবো তারে যতন করে
পরের কাছে যাবো না ।
থাকতে সময় সারিয়ে নিয়ে 
নিজের চরকায়  তেল দেব,
নিজের কাজে সময় দিয়ে 
উশুল ঘরে তুলে নেব ।
মিথ‍্যা বলা ছেড়ে দিয়ে 
সত‍্য ছাড়া চলব না ,
মিথ‍্যাটাকে মিথ‍্যা দিয়ে 
যোজন ভারে ঢাকবো না ।
সত‍্যটাকে নোংরা দিয়ে 
বাক‍্য দূষণ করবো না ,
দুষ্ট গরু রাখবো না আর 
শিষ্ঠ তরু কাটবো না ।
এটাই আমার আসল নীতি
রাখবো ধরে জীবনভর ,
ন‍্যায়ের পথে চলবো সদা
যতই আপন হোক না পর ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *