নেশা থেকে যোজন দূরে
বিশ্বনাথ সাহা
ছন্দ ছড়া মনের মতন
অক্লেশে অসাধারণ ।
কঠিন জিনিস সহজ করে
ক’রে উপস্থাপন।
বন্ধুরা সব বলে গেল
নেশায় বড়ো মজা।
করলো এবার তারাও নেশা
সঙ্গে মেলামেশা।
তাদের নেশায় ধরলো এবার
নেই পথ ফিরে যাবার।
শুরুতে যা শুধুই মজা
তাই তো এখন সাজা।
তাই তো নেশা খারাপ স্বভাব
ক্ষতি ছাড়া নাই লাভ।
নেশা থেকে যোজন দূরে
ভরবে জীবন সুরে।
বড়ো হওয়ার স্বাস্থ্যই সোপান
মান স্বাস্থ্য বিধান।
গড়ে নিজ অভ্যাস ভালো
সেই আত্মদীপ জ্বালো।
©️বর্ধমান/১ অঘ্রাণ ১৪৩০
18 November 2023